৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ণ
ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের বাজার সাধারণের নাগালের বাইরে যাওয়ায় ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন, যাতে গরীব ও সাধারণ নি¤œবিত্ত মানুষ উপকৃত হন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কোনো নেতা, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের উদারতা ও সাফল্য নয়। তাই দয়া করে ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা বা জনপ্রতিনিধি নিজেদের নামে ব্যানার পোস্টার ছাপিয়ে এ নিয়ে প্রচার প্রচারণা চালাবেন না। প্রচারণা চালাতে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর প্রচারণা চালাবেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে নগরীর কোতোয়ালি-বাকলিয়া এলাকায় গতকাল রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে টিসিবি ডিলারদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম টিসিবি’র ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান হাবিবুর রহমান, টিসিবি কল্যাণ সমিতির সভাপতি এলান উদ্দিন, সাধারণ সম্পাদক এএসএম তৌহিদুল ইসলাম, তাপস চৌধুরী, মোহাম্মদ সবুর, মোহাম্মদ ইউসুফ সওদাগর, মঞ্জুর হোসেন, কাজল দাস, রায়হান সাদ্দাম রানা, মোহাম্মদ জাবেদ প্রমুখ।
তিনি গরীব নি¤œবিত্ত মানুষজন কোনো ভোগান্তি ছাড়া যাতে টিসিবি পণ্য কিনতে পারেন সেদিকে ডিলারদের খেয়াল রাখার আহ্বান জানান।

Sharing is caring!