১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের আহ্বান

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের আহ্বান

স্টাফ রিপোর্টার:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশে স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) তিনি ব্যাংককে থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ড. চলনান শ্রিকাও এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান।

ড. মোমেন দুই দিনের সরকারি সফরে গতকাল সকালে থাইল্যান্ড পৌঁছেন। বৈঠকে মন্ত্রীরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্য সেবাসংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ওপর গুরুত্বারোপ করেন।

তিনি থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা এবং করোনা মহামারি নিয়ন্ত্রণে থাই সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য ষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন।

Sharing is caring!