৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনে অংশ নিবেন না বিরোধী দলের নেতা রওশন এরশাদ

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৩, ০৮:৪১ অপরাহ্ণ
নির্বাচনে অংশ নিবেন না বিরোধী দলের নেতা রওশন এরশাদ

এনবি ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিবেন না বিরোধী দলের নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বুধবার (২৯ নভেম্বর) রাতে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগতম জানিয়েছি। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি।’

এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Sharing is caring!