১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট-৪ আসনের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার রওশন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
সিলেট-৪ আসনের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার রওশন

এনবি ডেস্ক: প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী মাস্টার রওশন সিলেটের কোম্পনীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সর্বস্থরের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আমাদের পূর্ব পুরুষেরা দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হন। দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় এ স্বাধীনতা। এ স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই সকল বীর শহীদদের ম্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। দেশকে স্বাধীন করতে যেসকল বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা রইল।
তিনি, সিলেট-৪ আসনের অন্তর্গত কোম্পনীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সর্বস্থরের জনগণের উত্তরোত্তর সফলতা ও সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন।

Sharing is caring!