এনবি ডেস্ক: সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে ধারণ করে ২ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী উদযাপিত হলো ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৪’। দিবস উপলক্ষ্যে সকাল ৯:৩০ টায় আয়োজন করা হয় বর্ণাঢ়্য র্যালি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ এর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু হয়। পাসপোর্ট অফিস হয়ে আইডিবি ভবনের সামনে দিয়ে সমাজসেবা অধিদপ্তরে এসে শেষ হয়।
র্যালি শেষে সকাল ১০ টায় সমাজসেবা অধিদপ্তরের মধুমতি সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নূরুল বাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক (গ্রেড-১) ড.আবু সালেহ্ মোস্তফা কামাল । অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ বলেন, স্মার্ট সমাজসেবা গড়ে তুলতে করণীয় ঠিক করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ অনেক স্মার্ট এবং ক্যাপাবল। আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং জনসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম। কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার জুনায়েদ ইবনে আজিজ, সহকারী পরিচালক আব্দুর রশীদ, জাতীয় সমাজসেবা একাডেমির উপধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বেগম লামিয়া ইয়াসমিন, অতিতিক্ত পরিচালক মোহা. কামরুজ্জামান এবং জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের মহাসচিব সাফায়েত হোসেন তালুকদার প্রমুখ। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হক, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও ঢাকা বি ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. মোজ্জামেল হক। সমাজকল্যান মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জোবায়দা বেগম। শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. সেলিম খান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. শহিদুল ইসলাম ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান। দিবসের অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় ওয়ান ডিশ পার্টি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Sharing is caring!