আজ বুধবার বেলা দুইটায় মোহনগঞ্জ উপজেলায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাজ্জাদুল হাসান। এ সময় মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
সাজ্জাদুল হাসান বলেন, আপনারা দলের জন্য নৌকার জন্য অনেক কষ্ট করছেন। ইনশাল্লাহ এই কষ্টের ফলাফল আমরা ৭ তারিখ পাবো। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন আমরা প্রতিটা নেতাকর্মী প্রতিটা মিনিটকে কাজে লাগাবো। ইনশাল্লাহ সাত তারিখ আপনাদের প্রচেষ্টায় বিজয়ের হাসি আমরাই হাসবো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই আমরা ভালো থাকবো।
এ সময় সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমানসহ তিন উপজেলা (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আওয়ামী লীগের নেতৃবৃন্দ।