৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের কার্যক্রম প্রশংসনিয়-আনোয়ারুজ্জামান চৌধুরী

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের কার্যক্রম প্রশংসনিয়-আনোয়ারুজ্জামান চৌধুরী

এনবি ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আর্ত মানবতার সেবায় সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর কার্যক্রম প্রশংসনিয়। তিনি বলেন, সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে একঝাঁক উদ্যোমী তরুণ যে ভাবে আর্ত সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন তা নিশ্চিয় প্রশংসার দাবীদার। এই ফোরামের মানব কল্যাণমূলক কাজ অন্য সামাজিক সংগঠনগুলোর জন্য অনুসরণীয়। তিনি ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা যেভাবে ধারাবাহিক কাজ করে যাচ্ছেন, আমরা আপনাদের পাশে আছি এবং সর্বদাই সহযোগিতা করে যাবো।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শীতবস্ত্র, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমদ ও সিসিক’র ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুর রহমান ওহিদ, সিলেট জেলা পরিষদের অফিস সহকারী নীলরতন দাস, মাই টিভি সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, হুইশ ফাউন্ডেশন সিলেট বাংলাদেশের প্রতিনিধি শিব্বির আহমদ।
ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ফোরামের উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম আবুল হোসেন শরীফ, ফোরামের পৃষ্ঠপোষক ১নং শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, ৩নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুক মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক রোটারিয়ান নিজাম উদ্দিন, দরগাবাজার ব্যবসায়ী সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক মো. হেলাল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজায়েল আহমদ, সংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, শিক্ষা সম্পাদক মো. সোহেল খান, সংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মো. নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরেন্য শিল্পীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!