এনবি ডেস্ক: এবি ব্যাংক ৩২তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সম্প্রতি চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে ২০০ এর অধিক গলফার অংশগ্রহণ করেন।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন এর এরিয়া কমান্ডার, ও প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, মেজর জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের পরিচালক ফিরোজ আহমেদ। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Sharing is caring!