২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত তহবিল যোগান চান পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত তহবিল যোগান চান পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব, সমষ্টিগত পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক পর্যাপ্ত তহবিল যোগানের বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। জার্মানির মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ‘কারণ ও প্রভাব : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিমুখী লড়াই’ শীর্ষক ফোরামে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিলের জোগান ক্রমেই কমে আসছে। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও সহনশীলতা অর্জনে এ দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম। একই স?ঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত।

 

Sharing is caring!