২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকায়

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ণ
ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকায়

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি। এতে বলা হয়েছে, তার সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। ভারতীয় বিমানবাহিনী প্রধান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনীর অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে তার। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান প্রধান ঘাঁটিগুলো পরিদর্শনে যাবেন ভি আর চৌধুরী। ঢাকা সেনা নিবাসের শিখা অনির্বাণের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানাবেন তিনি। ভারতীয় হাই কমিশন বলছে, ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেকার নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

Sharing is caring!