১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন শুক্রবার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন শুক্রবার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন ‘অনকোকন-২০২৪ আগামী ১ মার্চ শুক্রবার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এই অনকোলজি কনফারেন্স সাতশ’ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন অংশ নেবেন। এতে ১৮ জন বিদেশি বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন। নামকরা চিকিৎসা বিজ্ঞানীদের এই মিলনমেলায় ১৮টি সেশন থাকবে।
আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নার্সদের নিয়ে কর্মশালা হবে।

সম্মেলনে অংশ নেবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অ্যানি ক্যাথেরিন গুডম্যান, গাইনি অনকোলজিস্ট এভারকেয়ার হাসপাতাল, ঢাকার প্রফেসর ডা. রাজু তিতাস, যুক্তরাজ্যের ডা. ইমজিয়াজ আহমেদ প্রমুখ।

সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান প্রফেসর ডা. সৈয়দ আকরাম হোসাইন।

স্থানীয় পৃষ্ঠপোষক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাজ্জাদ মো. ইউসুফ।

Sharing is caring!