২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা মেডিকেলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নোবেল দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ণ
ঢাকা মেডিকেলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নোবেল দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিশ্রম করেন আমাদের মনে হয় তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত। এত রোগীর চাপ সামলানো অনেক কষ্টের। এটা আমার থেকে আর কেউ ভালো বলতে পারবে না। বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, চিকিৎসক ও রোগী সুরক্ষা নিশ্চিত করা আমার প্রথম দায়িত্ব। দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সব চিকিৎসকের বদনাম দেওয়া ঠিক হবে না। ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। দেশের বাইরে থেকেও এখন বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে। সম্প্রতি ভুটানের নাগরিক বাংলাদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তোমরা কিছুদিন পর চিকিৎসক হবা। চিকিৎসক হওয়া ওপরওয়ালার আশীর্বাদ। এটি সবাই হতে পারে না। আমি তোমাদের মতো এখানে ক্লাস করেছি। তোমাদের সারি থেকে এসে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতে পারি তোমাদের মধ্যে অনেকেই একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে।

Sharing is caring!