২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ণ
বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল

এনবি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি-শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেন।’

আজ শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে।

Sharing is caring!