রাজশাহী প্রতিনিধি:
আসিফ, তখন তার বয়স সাত কি আট। সে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। একদিন ট্রেন দুর্ঘটনায় তার দুই পা হারান। দুর্ঘটনায় পা হারালেও জীবন যুদ্ধে তিনি হারেননি।
আসিফ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে ঢাকার খিলগাঁও থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসেছিলেন।
মঙ্গলবার (৫ মার্চ) তিনি হুইল চেয়ারে ভর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগের অধীনে ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় অংশ নেন।

আসিফ রাজধানীর মনিপুর স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছে বলে জানাচহেন।
তারা দুই ভাই ও এক বোন। সে যখন তৃতীয় শ্রেণীতে পড়ত, একদিন রেললাইন পার হওয়ার সময় বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় পড়ে।
ওই দুর্ঘটনায় সে মারা না গেলেও তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, দুটি পা হারিয়েছেন।
আসিফের মতে, দুই পায়ের অনুপস্থিতি কখনোই তার জীবনের উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং এটি তাকে কঠোর পরিশ্রম করতে আগ্রহী করে তুলেছে। স্কুল-কলেজে সর্বত্রই ভালো ফলাফল করে।
তার এতদূর আসার পেছনে তার বাবা-মায়ের ভূমিকাই সবচেয়ে বড়। তার বন্ধুরাও তাকে ঠাট্টা না করে তাকে সাহায্য করেছে বলে জানায় আসিফ।
ভর্তি পরীক্ষা প্রসঙ্গে আসিফ জানান, ভর্তি পরীক্ষা ভালো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।
যেকোনো বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ইচ্ছা রয়েছে তার।
উচ্চতর শিক্ষা শেষে জাপানে গিয়ে ক্যারিয়ার গড়তে চান আসিফ।
Sharing is caring!