১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-সালেহ আহমদ হোসাইন

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-সালেহ আহমদ হোসাইন

নকশী বাংলা ইন্টারন্যাশনাল পাবলিক লাইব্রেরি (গণগ্রন্থাগার) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন লাইব্রেরির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট সালেহ আহমদ হোসাইন 

এনবি ডেস্ক: নকশী বাংলা ইন্টারন্যাশনাল পাবলিক লাইব্রেরি (গণগ্রন্থাগার) এর সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট সালেহ আহমদ হোসাইন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে সেটা রোধ করা সম্ভব হয়েছে।

বর্তমান প্রজন্মকে দেশের গৌরবময় ইতিহাস তুলে ধরতে না পারলে তারা দেশ প্রেমহীন মানুষ হিসেবে গড়ে উঠবে।
আধুনিক সমৃদ্ধশালী সোনার বাংলা গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, যুব সমাজ আজ স্মার্ট ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, যার ফলে তারা অসচেতন, কর্মহীন, সংস্কৃতিহীন যুব সমাজ হিসেবে গড়ে উঠছে।
এই আসক্তি থেকে থেকে যুব সমাজ কে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে তাদেরকে বই এর প্রতি আসক্ত করা, বই পাঠই পারে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করে যুব সমাজকে একটি সৃজনশীল, সৃষ্টিশীল জাতি হিসেবে পরিণত করতে।
২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নকশী বাংলা ইন্টারন্যাশনাল পাবলিক লাইব্রেরি (গণগ্রন্থাগার) এর উদ্যোগে লাইব্রেরি কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খোজার (দক্ষিণ) জামে মসজিদের মোতওয়াল্লী, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. বদরুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় লাইব্রেরির সদস্য, মেহরাব হোসাইন (মামনুন), মিজানুর রহমান, রেদওয়ান আহমেদ রিজু, অপু মিয়া বক্তব্য রাখেন।

Sharing is caring!