১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জন্মদিনে ছেলেকে গাড়ি উপহার দিলেন মাহি

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ০৪:০০ অপরাহ্ণ
জন্মদিনে ছেলেকে গাড়ি উপহার দিলেন মাহি

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির দ্বিতীয় সংসার ভেঙে গেছে। স্বামী রকিব সরকারের সঙ্গে আর থাকছেন না। বরং পুত্র মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশকে নিয়ে আলাদা বসবাস করছেন এই অভিনেত্রী। গতকাল ছিল মাহি পুত্রের জন্মদিন। বিশেষ দিনে পুত্রকে গাড়ি উপহার দিয়েছেন মাহি। ফারিশের জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মা হিসেবে মাহির জন্য শুভকামনা জানিয়েছেন। তবে দিন শেষে ছেলেকে গাড়ি উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মাহি। টকটকে লাল রঙের গাড়ির ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছেলেকে উপহার দেয়ার সেই ভিডিও পোস্ট করে মাহি লেখেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি’। ছবি ও ভিডিওতে মা ছেলেকে হাসি মুখেই দেখা গেছে। নেটিজেনদের অনেকে গাড়ির মূল্য নিয়েও চর্চা করছেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে ভেঙে যায় এ সংসার।

Sharing is caring!