১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে চায় ইউনিসেফ : স্বাস্থ্যমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ০৫:১১ অপরাহ্ণ
শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে চায় ইউনিসেফ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘করোনাকালে ইউনিসেফ বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্য খাতের অন্যান্য দিক নিয়েও সংস্থাটি কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’ গতকাল রোববার সকালে সচিবালয়ে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের প্রধান মায়া ভ্যানডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রম ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। তা ছাড়া শিশুদের জন্য তৃণ পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে ইউনিসেফ প্রতিনিধিদের এগিয়ে আসার অনুরোধ জানালে তারা এতে আগ্রহ দেখিয়েছে।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, স্বাস্থ্যসেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান। বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধিদল করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের প্রশংসা করেন। দেশের স্বাস্থ্য খাত আগের চেয়ে আরো উন্নত হচ্ছে বলে জানান তাঁরা। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও প্রতিনিধিরা উল্লেখ করেন।

Sharing is caring!