৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৩,০৯১ : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৪, ০৭:২৭ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৩,০৯১ : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার:
হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয়  বলেছে, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ ভূখন্ডে ৩৩,০৯১ জন নিহত হয়েছে। খবর এএফপি’র। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩,০৯১ জনে দাঁড়ালো। বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্যদিয়ে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইসরায়েলের এসব হামলায় মোট ৭৫,৭৫০ জন আহত হয়েছে।

Sharing is caring!