১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইরান হামলার পর সোমবার থেকে ইসরায়েলের স্কুলগুলো খুলে দেওয়া হবে : ইসরায়েলী সেনাবাহিনী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
ইরান হামলার পর সোমবার থেকে ইসরায়েলের স্কুলগুলো খুলে দেওয়া হবে : ইসরায়েলী সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:
চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের নজিরবিহীন বিমান হামলার কারণে ইসরায়েল তাদের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর সোমবার ইসরায়েল জুড়ে স্কুলগুলো আবার খোলার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী । ইরান শনিবার রাতে ইসরায়েলি ভূখন্ডে ৩শ’ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। যার বেশিরভাগই ইসরায়েল এবং তার মিত্ররা প্রতিহত করেছে বলে সামরিক বাহিনী বলেছে। এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। হামলায় কেউ মারা না গেলেও ১২ জন আহত হয়েছে। একটি ‘পরিস্থিতি মূল্যায়ন’ করার পর সামরিক বাহিনী সোমবার ভোরে এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘লেবাননের সাথে সীমান্তের উত্তরাঞ্চলে এবং গাজা উপত্যাকার কাছাকাছি সম্প্রদায়গুলোতে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বেশিরভাগ জায়গায় বড় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ভবন ধ্বংস করে এবং দুই জেনারেলসহ সাতজন রেভ্যূরিউশনারী গার্ডকে হত্যা করে। শনিবার তেহরান প্রতিশোধমুলক ইসরায়েলে তিনশ’র ও বেশি ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

Sharing is caring!