৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক:

খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগর এবার জাগো নিউজের ঈদের বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। এতে তার মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেশীষ বিশ্বাস। ‘ঈদ স্পেশাল জাগো তারকা’শিরোনামের এ অনুষ্ঠানে প্রাণবন্ত আড্ডা-আলোচনায় মেতে ওঠেন দেবাশীষ বিশ্বাস ও মিশা সওদাগর। এ আড্ডার কথায় কথায় উঠে আসে ঢাকাই সিনেমার জীবন্তকিংবদন্তি খ্যাত প্রাতিনায়ক মিশা সওদাগরের অভিনয় জীবনের বিভিন্ন দিক। ‘ঈদ স্পেশাল জাগো তারকা’অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা এ খলনায়কের জীবনের অনেক অজানা কথা জানতে পারবেন। এ অনুষ্ঠানে তিনি ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীদের কথা বলেন। এই আলোচানার এক পর্যায়ে তিনি ঢাকাই সিনেমার এখনকার শীর্ষ নায়ক শাকিব খানের প্রসঙ্গ উঠে আসে। অনুষ্ঠানে মিশা সওদাগর শাকিব নায়ক খান সম্পর্কে বলেন, ‘শাকিব খান একজন পাওয়ারফুল (শক্তিমান) আর্টিস্ট (অভিনয় শিল্পী)। তার হিরোইজমসহ (নায়কোচিত) সব কিছু মিলিয়েই তিনি একজন পরিপূর্ণ আর্টিস্ট। তার হিরোইজম অসাধারণ। শাকিবকে হিরো বলতে হয় না। শাকিব দেখতেই একজন হিরো। ও দিনের পর দিন পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাঁচ-পাঁচটি ন্যাশনাল অ্যাওয়ার্ড যার ঘরে আছে- তার অভিনয় নিয়ে কোনো কথাই বলার প্রয়োজন নেই। ওর সঙ্গে কাজ করে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রয়াত নায়ত নায়ক মান্নার প্রসঙ্গ টেনে মিশা বলেন, ‘শাকিব যেমন সোশ্যাল এবং অ্যাকশন দুটোই তার রপ্ত করেছে, তেমনি মান্না অ্যাকশন ঘরানার সিনেমাতে ছিল সুপার। এ ক্ষেত্রে আমি তাদের ?দুজনকে ফিফটি ফিফটি দেব।’

Sharing is caring!