১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব- ১৫)২০২৪ এর উদ্ভোধনী অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ণ
শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব- ১৫)২০২৪ এর উদ্ভোধনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধব ১৫) ২০২৪ এর শুভ উদ্ভোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

আজ রাজধানীর মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজের খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ, শেখ ফজিলাতুন্নেছা ফুটবল কাপ টুর্নামেন্টসহ বয়স ভিত্তিক শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টও সফলতার সহিত আয়োজন করে থাকি।

আজ উদ্ভোধনী খেলায় চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট বিভাগ।
জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট দেশের প্রতিটি জেলা থেকে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট আজ শুভ উদ্ভোধন করা হলো।

শনিবার থেকে সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের দেশের প্রতিটি বিভাগ একে অপরের সাথে মুখোমুখি হবে, যারা সবাইকে হারাতে পারবে তারাই বিজয়ী দল হিসেবে নির্বাচিত হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

আগামী সোমবার বিজয়ীদের পুরস্কার বিতরন করবেন মাননীয় ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন এমপি।
উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী সভা আগামী সোমবার শারিরিক শিক্ষা কলেজের এই মাঠেই অনুষ্ঠিত হবে।

Sharing is caring!