১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর রকেট নিক্ষেপ ইসরাইলে

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
হিজবুল্লাহর রকেট নিক্ষেপ ইসরাইলে

আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ বলেছে, তারা নতুন করে ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে। ইসরায়েলী হামলায় দু’জন বেসামরিক নাগরিক নিহতের পর বুধবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব রকেট ছোঁড়ে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ইসরায়েল পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। এ সময় থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় চলছে। এরই মধ্যে সম্প্রতি হিজবুল্লাহ তাদের রকেট হামলা জোরদার করেছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত গ্রামে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। বেসামরিক নাগরিকদের বাড়িঘরে ইসরায়েলী হামলার জবাবে এই রকেট নিক্ষেপ করা হয়। উদ্ধারকারী দল মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হানিন গ্রামে ইসরায়েলী হামলায় একই পরিবারের ৫০ বছর বয়সী এক নারী এবং এক কিশোরী নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র হিসেব মতে, গত ৭ অক্টোবর থেকে লেবাননে অন্তত ৩৮০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা ,৭২ জন বেসামরিক নাগরিক। ইসরায়েল বলছে, তাদের ১১ সৈন্য এবং আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Sharing is caring!