১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত মে ২, ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ইয়াছিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) সকালের দিকে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ইয়াছিন আরাফাত ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তার বাবা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। জানা যায়, সকালবেলা আকাশ যখন মেঘাছন্ন, বৃষ্টি-বাতাসের মধ্যে উঠানের পাশে দুই ভাই কাঁচা আম কুড়াতে যায়। তখনই বজ্রপাতের শিকার হন তারা। এসময় ছোট ভাই বেঁচে থাকলেও বড় ভাই ইয়াছিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sharing is caring!