১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাফায় ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : মস্কো

admin
প্রকাশিত মে ৮, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
রাফায় ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : মস্কো

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জোর দিয়ে বলেছে, রাফায় ইসরাইলকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। ইসরাইলের ট্যাংক বহর ফিলিস্তিনের সীমান্ত নগরী রাফাতে প্রবেশ করার পর তারা একথা বললো। খবর এএফপি’র। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি পরিবেশিত খবরে বলো হয়, এক ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া এ অনুপ্রবেশকে আগ্রাসন এবং ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বসবাস করা এ এলাকায় আরো একটি অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছে। তাই ‘আমরা (ইসরাইলকে) আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন ধারা কঠোরভাবে মেনে চলার দাবি জানাচ্ছি।’

 

Sharing is caring!