বিজনেস ডেস্ক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বিজিএপিএমইএ’র নির্বাচন। তৈরি পোশাকশিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএ।
প্রায় ৩৩ বছর আগে ব্যবসায়িক সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পায় বিজিএপিএমইএ। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের ২১টি পদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
এবারে নির্বাচনে ২১ টি পদের বিপরীতে দুটি প্যানেল হয়ে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে ঐক্য পরিষদ ও অ্যাক্টিভ মেম্বার ইউনিয়ন। তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন বিজিএপিএমইএ’র নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।
সংগঠনটির পরিচালনা পর্ষদের ২১ পদের মধ্যে ঐক্য পরিষদের ১৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ৭ পদে বিজয়ী হয়েছেন অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের প্রার্থী।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৬০ জন ভোটারের মধ্যে ৪২৫ জন ভোট দেন। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রাজ্জাকুল ইসলাম।
প্রায় ৩৩ বছর আগে বাণিজ্য সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পায় বিজিএপিএমইএ। এরপর সাতজন সভাপতি দায়িত্ব পালন করেন।
নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ২১ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন প্রার্থী। তাঁরা দুটি প্যানেলের অধীন নির্বাচন করেন।
প্যানেল দুটি ছিল ঐক্য পরিষদ ও অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন। নির্বাচনে ঐক্য পরিষদ ১৪টি পদ নিয়ে সংখ্যাগরিষ্ঠ জয় অর্জন করে।
ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার।
আর অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্ব দেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ ২৮৬ ভোট। আর এই প্যানেলের প্যানেল লিডার মো. শাহরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ ভোট পেয়েছেন।
ঐক্য পরিষদ বিজয়ী অন্য প্রার্থীরা হলেন ঢাকা অঞ্চলের কাজী ফাহাদ, মো. ফিরোজ উদ্দিন, মো. সাইফুল ইসলাম, জহিরউদ্দিন মো. বাবর, মোজাহারুল হক, এ টি এম কামরুজ্জামান, কাজী আশরাফুল হক জুয়েল, মো. আতিকুর রহমান, মোবারক উল্লাহ মজুমদার ও মোহাম্মদ জসিম উদ্দিন। আর এই প্যানেলের চট্টগ্রাম অঞ্চল থেকে জয়ী মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও বেলাল উদ্দিন।
Sharing is caring!