১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ১শ’টিরও বেশি ড্রোন প্রতিরোধের দাবী রাশিয়ার

admin
প্রকাশিত মে ১৭, ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ণ
ইউক্রেনের ১শ’টিরও বেশি ড্রোন প্রতিরোধের দাবী রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণে এবং সংযুক্ত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের আকাশে ইউক্রেনের ১শ’টিরও বেশি ড্রোন হামলা প্রতিরোধ করেছে।শুক্রবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।ক্রিমিয়ায় ৫১টি ড্রোন ধ্বংস করা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলে ৪৪টি, বেলগোরোড অঞ্চলের উপরে ৬টি, কৃষ্ণ সাগরের ওপরে ৬টি এবং কুরস্কের ওপরে ১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।একরাতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা। রুশ বাহিনী সামনের দিকে এগিয়ে আরো অঞ্চলের দখল নেয়ায় গত ১৮ মাসের মধ্যে এটি ছিল তাদের সবচেয়ে বড় সাফল্য। রাশিয়ার সর্বশেষ আক্রমনে ইউক্রেনের যুদ্ধ আরো প্রসারিত হয়েছে।ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)-এর ডাটা থেকে এএফপি বলেছে, গত ৯ থেকে ১৫ মে’র মধ্যে মস্কো ইউক্রেনের ২৭৮ বর্গ কিলোমিটার (১০৭ বর্গ মাইল) এলাকা দখল করেছে।

 

Sharing is caring!