১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

admin
প্রকাশিত মে ১৮, ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ণ
টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

আন্তর্জাতিক ডেস্ক:
টেক্সাসের হিউস্টন নগরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে প্রচ- ঝড় বৃষ্টিতে আরো তিনজন প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়ালো। সেখানে বৃহস্পতিবার শক্তিশালী ঝড়সহ ভারী বৃষ্টিপাত হয়। ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১শ’মাইল (১৬০ কিলোমিটার)। এতে অনেক ঘরবাড়ির জানালার কাঁচ ও গাছপালা ভেঙ্গে পড়ে এবং বিদ্যুতের লাইন উপড়ে যায়।জাতীয় আবহাওয় সংস্থা সাইপ্রেসের উপকণ্ঠে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার খবর নিশ্চিত করেছে।এরআগে হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বৃহস্পতিবার ঝড়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং একেবারে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হিউস্টনের জনসংখ্যা প্রায় ২৩ লাখ।

 

 

Sharing is caring!