ধন্যবাদ, এরদোয়ান তোমায় ধন্যবাদ।
ফিলিস্তিনের নারী শিশুদের ব্যথায় ব্যথিত হয়ে ইসরাইলের সাথে ব্যবসা করেছে বন্ধ, ঈমানের চেতনায় তুমি ধন্য।
মুখে কুলুপ এঁটেছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর নরাধমগণ, এরদোয়ানের গর্জনের আমরা খুশি মুসলিম সাধারণ জনগণ।
মুখে কুলুপ এঁটে থাকা ক্ষমতাধরেরা, কুরবানির পশুর মতো চিন্তাধারা, ভাইকে জবেহ করতেছে অথচ নিজে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে,, ভাবছে বেঁচে যাবে কুলুপ এঁটে থাকা ক্ষমতাধরেরা।
চেতনাহীন কাকের মতো চক্ষু বন্ধ করে বলে আমাকে কেউ দেখছেনা। এজন্য জবেহ থেকে বেঁচে যেতে পারে আমিও, তাই উত্তরসূরীদের ভৎসনায় পেতে থাকবে তোমরা।
আজ যেভাবে ফিলিস্তিনের জনগণ পূর্বসূরীদের দিচ্ছে ভৎসনা। কারণ, ধনী হওয়ার লোভে ইসরাইলীদের নিকট জমি বিক্রি করেছে তারা।
ভারতীয় একজন আলেমের ফতোয়া ছিলো ইসরায়েলীদের নিকট জমি বিক্রি হারাম। সেই হারামকে অবজ্ঞা করে আজ ধুঁকে ধুঁকে মরছে ফিলিস্তিনের উত্তরসূরীরা। তাই পূর্বসূরিরা পাচ্ছে ভৎসনা।
আমরা বাংলাদেশীরা, আমাদের চেতনাকে গিলে খেয়েছে এনজিওরা, তাই মামুনুল হকদের চেতনাযুক্ত ঔষধেও কাজ হচ্ছে না।
বাংলাদেশীরা চেতনা ফিরে পাবে তখন, যখন বাংলার দুয়ারে দেখবে ফিলিস্তিনের রূপকার। ততক্ষণে সময় ফুরিয়ে যাবে তোমার।
পাশ্ববর্তী ইরানী ভাইদের চেতনাযুক্ত ইনজেকশন ইসরায়েলে পুশ করলে চেতনা ভাঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের।
চেতনা ভাঙ্গলো না মধ্যপ্রাচ্যের কুলুপ এঁটে থাকা ক্ষমতাধরদের।
ধিক মধ্যপ্রাচ্যের ক্ষমতাধরদের।
সালাম মামুনুল হককে
সালাম ইরানীদেরকে
সালাম এরদোয়ানকে।
Sharing is caring!