ও যুবক তুমি করেছ কি চিন্তা ভাবনা জীবনের পথ চলা কতটা।
স্বপ্নের জীবন অল্প, বাস্তব জীবন অনেক দীর্ঘ।
বাস্তব জীবনের ধারনা পেতে হয় ইতিহাস থেকে, তবেই বাস্তব জীবন গড়তে পারবে সহজে।
আমরা মুসলিম যুবক বটে, দেখেছি কি, শিখেছি কি মুসলমানদের ইতিহাস থেকে?
চরম জাহেলিয়াতের মধ্য হতে একক নেতৃত্বে গড়ে উঠেছে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম জাতিতে।
পথ চলতে চলতে অনেক হয়ে জাহিলিয়াতের সামান্য ছিটে ফুটোতে গড়ে উঠেছে উমাইয়া আব্বাসীয় বিরোধে।
উমায়াগণ রাজত্ব করেছে স্পেন, ফ্রান্স, পুর্তগালে; আব্বাসীয়গণ হাঁটু গেড়ে বসেছে বাগদাদে।
দীর্ঘ রাজত্বের সন্ধানে উমাইয়াগণ ইউরোপে গড়ে তুলেছে নগর, বন্দর, শিল্প, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি নাগরিক সুবিধাদিতে।
দীর্ঘ রাজত্বের ধারাবাহিকতাতে উমাইয়া রাজত্ব প্রায় পনেরশ শতকের শেষের দিকে, রাজার ছেলে রাজা বনেছে ভোগ বিলাসের জীবন গড়েছে। তাই পহেলা এপ্রিলে মুসলিম জাতিকে চরম কষ্ট ও শিক্ষা দিয়ে খ্রিষ্ট সমাজ ইউরোপ থেকে বিদায় করেছে। ও মুসলিম যুবক তুমি কি মনে রেখেছ এই ঘটনাটিকে?
প্রায় পাঁচশত বছর আব্বাসীয় শাসন বাগদাদে চলে, এখানেও রাজার ছেলে রাজা বনেছে ভোগ বিলাসের জীবন গড়েছে। তাই ১২৫৮ সালের দিকে হালাকু খান নির্মমভাবে পুরো বাগদাদবাসীকে হত্যা করেছে। ও মুসলিম যুবক তুমি কি মনে রেখেছে এই ঘটনাটিকে?
১৯২৪ সালে কামাল আতাতুর্ক মুসলিম খেলাফত ধ্বংস করে, তারপর থেকে মুসলিম সমাজ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। ও মুসলিম যুবক তুমি কি মনে রেখেছে এই ঘটনাটিকে?
ব্রিটিশ ভারত থেকে বিতাড়িত হতে গ্র্যান্ড ট্রাংক রোডে ১৪ হাজার হাফেজ আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে, আলেমদের নিকট হতে সঠিক নেতৃত্বের অভাবে জীন্নাহ-নেহেরু ক্ষমতা ভাগাভাগি করে ভারত-পাকিস্তান রাষ্ট্রের সূচনা করে। ও মুসলিম যুবক তুমি কি মনে রেখেছে এই ঘটনাটিকে?
ও মুসলিম যুবক এখন আমাদের কি করতে হবে?
অনুসরণ করতে হবে খলিফায়ে রাশেদিন কে।
ভালো করে বুঝতে হবে বদর, ওহুদ, খন্দক হুনায়নের যুদ্ধ কে।
জানতে হবে মদিনা সনদ, হুদাইবিয়ার সন্ধি, বিদায় হজ্জের ভাষণকে।
গড়তে হবে জীবন আলী, হামজা, হানজালা, হুজাইফা, খালিদ সাইফুল্লাহ, জাফর ইবনে আলী তালিব, আবদুল্লাহ ইবনে রাওহা (রা.) প্রমুখ বীর সেনানীর মত করে।
ভাবতে হবে সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, বখতিয়ার খিলজি সহ প্রমুখ কে।
শিখতে হবে হোসাইন আহমাদ মাদানী, কাসেম নানুতুবী, রশিদ আহমেদ গাঙ্গুহী প্রমুখের নিকট হতে।
থাকতে হবে বর্তমান জামানার তেজদীপ্ত আলেমদের সাথে, তাহলে স্বপ্নের জীবনের সাথে বাস্তব জীবনের মিল খুঁজে পাবে।
ও মুসলিম যুবক এতেই তুমি দুনিয়া ও আখেরাতের সফলতা খুঁজে পাবে।
Sharing is caring!