১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রবীন্দ্র সংগীতে জনপ্রিয় শিল্পী সানজিদা সোনিয়া খান ইতি

admin
প্রকাশিত জুন ২, ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ণ
রবীন্দ্র সংগীতে জনপ্রিয় শিল্পী সানজিদা সোনিয়া খান ইতি

বিনোদন ডেস্ক : রবীন্দ্র সংগীত গেয়ে সকলের মাঝে আলোড়ন তুলেছেন সানজিদা সোনিয়া খান ইতি। গায়িকার বেশ কয়েকটি গান সামাজিক মাধ্যমে প্রকাশের পর ইতিবাচক মন্তব্য করেন তার ভক্ত অনুরাগীরা। অল্প সময়ে এত প্রশংসা শিল্পীকে রবীন্দ্র সংগীত গাইতে উৎসাহিত করেছে। এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এমন কথা জানালেন শিল্পী নিজেই।

পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মজিদ ও নাজনীন আলম দম্পতির সন্তান ইতি। শৈশব থেকেই রবীন্দ্র সংগীতের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছেন তিনি। গান শিখেছেন পুরান ঢাকার ওয়াইজঘাটস্থ বুলবুল ললিতকলা একাডেমীতে। এরপর তালিম নেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী  রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে । গায়িকা ইতি ছায়ানট সহ টিভি এবং বেতারে গান পরিবেশন করে থাকেন।

ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ শাহ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ইতি। তার দেবর সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন দক্ষ সংগঠক। পুরান ঢাকায় যিনি অতি পরিচিত মুখ। পুরান ঢাকার এই গুণী শিল্পী সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও বিভিন্ন টিভির সংগীত অনুষ্ঠানে শিল্পী নিজে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ চান।

Sharing is caring!