১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৩১ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ

admin
প্রকাশিত জুন ১১, ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ণ
৩১ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ

এনবি ডেস্ক: পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেফতার ৩১ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে  স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় তাদের। কেএনএফের ৩১ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরমধ্যে ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ সদস্য রয়েছে।
কারাগার সূত্র জানায়, এসব কেএনএফ সদস্যের বিরুদ্ধে বান্দরবানে আলোচিত ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলার মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলন না হওয়ায় তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!