১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পশুর হাটে জাল টাকা ঠেকাতে এবি ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৪, ০৫:২৫ অপরাহ্ণ
পশুর হাটে জাল টাকা ঠেকাতে এবি ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন

এনবি ডেস্ক: কোরবানির পশুর হাটে প্রতারণা ও জাল টাকা ঠেকাতে এবং লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে এবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে রাজধানীর মিরপুর- ৬ ইস্টার্ন হাউজিং পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে ক্যাশলেস লেনদেনের জন্য “ডিজিটাল পেমেন্ট বুথ” স্থাপন করা হয়েছে।

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে ধারণ করে পশুর হাটে এবি ব্যাংকের ডিজিটাল বুথ থেকে ক্রেতারা নগদ অর্থের পরিবর্তে Bangla- QR এর মাধ্যমে ব্যাংক হিসাব অথবা মোবাইল হিসাব থেকে সরাসরি নিরাপদে ক্রয়কৃত পশুর মূল্য পরিশোধ করতে পারবে এবং বিক্রেতারা তাদের বিক্রয়লব্ধ টাকা সাথে বহন না করে তার যেকোনো ব্যাংক হিসাবে তাৎক্ষণিকভাবে জমা করতে পারবে। ক্রেতা ও বিক্রেতারা বুথে স্থাপিত এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনসহ জাল টাকা সনাক্তকরণে প্রয়োজনীয় পরিষেবা পাবে।

Sharing is caring!