৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

৩ কোটি টাকার সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিটি ব্যাংক

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ণ
৩ কোটি টাকার সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিটি ব্যাংক

এনবি ডেস্ক: সিটি ব্যাংক কর্মীরা সম্মিলিতভাবে তাদের ১ দিনের বেতন দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্যাংকের সিএসআর বাজেট থেকে বাকি অর্থ নিয়ে প্রস্তুত করা হয়েছে ৩ কোটি টাকার একটি প্রাথমিক সহায়তা তহবিল।

সিটি ব্যাংক কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদান করবে।

আর বাকি টাকা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রথম আলো ট্রাস্ট ও অ্যাকশন এইডকে প্রদান করেছে।

তাৎক্ষণিক ত্রাণ হিসেবে এবং বন্যার পানি নেমে গেলে সার্বিক পুনর্বাসনের কাজে তারা ব্যবহার করবে বলে জানায় সিটি ব্যাাংক কর্তৃপক্ষ।

Sharing is caring!