১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪, ০১:৪৩ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: 

খাগড়াছড়ি আওতাধীন পানছড়ি সাব-জোনের দায়িত্বপূর্ণ এলাকার ভারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ত্রাণ বিতরণ করা হয়।

পানছড়িতে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এলাকার বিভিন্ন অঞ্চল পানির নিচে প্লাবিত হয়ে পরে ফলে অসহায় ও দরিদ্র মানুষের জীবন দুর্বিসহ পড়ে, এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর পক্ষে সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ শরিফ আহমেদ, পিএসসি সনটিলা, ইটাখোলা এবং গঙ্গারাম এলাকায় প্রায় ১০০ জন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কালে সাবজোন কমান্ডার বলেন, গত কয়েকদিন যাবত ভারী বর্ষণ জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি নিদর্শনস্বরূপ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকব এবং একে অপরকে সহায়তা করব।

Sharing is caring!