২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ

নিজস্ব প্রতিনিধি :
মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
শেখ আব্দুর রশিদ বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুএক দিনের মধ্যে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।

Sharing is caring!