৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাউথইস্ট ব্যাংক এর সাথে প্রগতি লাইফ ইন্সুরেন্স এর সমঝোতা স্মারক স্বাক্ষর

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪, ০৮:৫১ অপরাহ্ণ
সাউথইস্ট ব্যাংক এর সাথে প্রগতি লাইফ ইন্সুরেন্স এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজনেস ডেস্কঃ সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ঢাকায় ব্যাংকের হেড অফিসে “প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড” এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এই চুক্তির অধীনে, প্রগতি লাইফের কর্মীরা এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি. পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন।

প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড- সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রসারিত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তাদের বীমা প্রিমিয়াম সংগ্রহ করতে এবং তাদের ওয়ার্কস্টেশন থেকে কর্পোরেট পেমেন্ট মডিউল (সি পি এম) সিস্টেমের মাধ্যমে বীমা দাবি পরিশোধ এবং যেকোনো ধরনের তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!