১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই : ফারুক-ই-আজম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই : ফারুক-ই-আজম

স্টাফ রিপোর্টার :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, পরিবর্তিত বাংলাদেশ গড়ার যে সুযোগ বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে, সে সুযোগ আমরা যেন না হারাই। সবার আগে দেখতে হবে মানুষ। মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই।
রোববার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে ফারুক-ই-আজম বলেন, ভালো কাজ করলে স্বীকৃতি পাবে। আর খারাপ কাজ করলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই। দেশটি সবার, সবাই মিলে দেশকে গড়তে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ প্রমুখ। এসময় সেনাবাহিনীর ইউনিট কামান্ডার লে. কর্ণেল আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sharing is caring!