৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সোশ্যাল ইসলামী ব্যাংকের নবগঠিত পর্ষদের সাথে নির্বাহীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ণ
সোশ্যাল ইসলামী ব্যাংকের নবগঠিত পর্ষদের সাথে নির্বাহীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের বিভাগীয় প্রধান এবং ঢাকা শহরে অবস্থিত শাখা প্রধানদের এক মত বিনিময় সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের নব নির্বাচিত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনিসুল হক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের ইসি কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার ও অডিট কমিটির চেয়ারম্যান, চার্টার্ড একাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন, এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম উপস্থিত নির্বাহীদের উদ্দেশ্যে বলেন, নবগঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সবধরণের সহযোগিতা প্রদান করবে। তিনি ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, শীঘ্রই গ্রাহকদের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরে আসবে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সকল কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্ব বজায় রেখে শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এরপর উপস্থিত নির্বাহীগণ নবগঠিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানান।

Sharing is caring!