৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:১২ অপরাহ্ণ
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুপক্ষের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন ইস্যুতে আলোচনা হয়েছে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয়েছে আমাদের। কীভাবে আগামীর সংস্কৃতিসহ দুদেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘চীন আমাদের দীর্ঘদিনের পার্টনার। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেন দ্রুত হয় সে বিষয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে।’
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, ‘চীনা বিনিয়োগসহ অনেকগুলো বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি চলছে, তা উন্নতি নিয়ে কথা বলেছি। দুদেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে চীন সরকার কিছু বলতে চায় না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রদূত।

Sharing is caring!