বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে বিএনপির স্থানীয় হাটবাজার পরিচালনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। কালাইয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন ও পাশ্ববর্তী দাসপাড়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কালাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন তুহিন লিখিত বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী কালাইয়া বন্দর এক বছরের জন্য সরকার ইজারা দিয়ে থাকেন। বিগত বছর গুলোতে সরকারী দলের আওয়ামীলীগের নেতাকর্মীরা হাটটি পরিচালনা করে আসছিলেন। গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাটটি পরিচালনায় সার্বিক সমস্যার মুখামুখি পরে ইজারাদাররা। এরপড় ইজারাদারের সঙ্গে একটি সমজতা করে উপজেলা প্রশাসন সঙ্গে আলাচনা করে ইজারার পক্ষে হাটটির খাজনা আদায়র দায়িত্ব পায় কালাইয়া বিএনপির সভাপতি জমিস উদ্দিন তুহিন ও দাসপাড়া বিএনপির সভাপতি মো. আলী আজম। এতেই ক্ষুদ্ধ হয় বিএনপির নামধারী একটি পক্ষ।
তিনি আরো বলেন, এই পক্ষটি ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কালাইয়া বন্বিদরের বিভিন্ন ব্যবসায়ীদের নানা রকম হুমকি ধামকিসহ চাঁদাবজী করতে উঠেপড়ে লাগে। এদের একজন সাবেক এমপি আ স ম ফিরোজের ভাই, একেএম ফরিদ মোল্লার আশ্রয় প্রশ্রয়ে জমিদখলসহ নানা অপকর্ম করেছেন। তারা হটটি অবৈধভাবে দখল করতে না পেরে আমাদের বিরুদ্ধে নানা প্রকার কুৎসা অপপ্রচার করছে। আমারা এর তীব্র নিদা জানাই।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম।
Sharing is caring!