১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের সুপারিশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার :
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
“নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন” বিষয়ক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আজ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন সিডও সনদের পূর্ণ অনুমোদন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সিডও সনদের মূল ভিত্তি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করা। সিডও সনদের ধারা ০২ এর উপর বাংলাদেশ সরকারের এখনো সংরক্ষণ বহাল থাকায় প্রকৃত সমতা নিশ্চিত হচ্ছে না। এক্ষেত্রে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকা জরুরী এবং দায়বদ্ধতা পালনে রাষ্ট্র কি পদক্ষেপ গ্রহণ করছে তা পর্যবেক্ষণ করতে হবে।
তিনি আরো বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণ অনুমোদনের জন্য চলমান সামাজিক আন্দোলনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, নারী আন্দোলনকে সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করতে হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডা. ফওজিয়া মোসলেম এর সঞ্চালনায় সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উই ক্যান এলায়েন্সের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাকশন এইডের নুরুন নাহার বেগম, নাগরিক উদ্যোগের মাহবুব আক্তার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শাহিদা পারভীন শিখা, স্টেপস টুওয়ার্স ডেভেল্পমেন্ট এর সাহিদা ফেরদৌস মুন্নী, জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা, গণসাক্ষরতা অভিযানের সামসুন নাহার পলি, ব্লাষ্ট এর মাহবুবা আক্তার, এডাব এর সমাপিকা হালদার এবং বি-স্ক্যান এর সালমা মাহবুব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, সাংবাদিকবৃন্দ ও কর্মকর্তারা এবং সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!