১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার :
ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এতে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বাসসকে এ কথা জানান।
ইতোমধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান সূত্র জানায়, যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

Sharing is caring!