৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি (পটুয়াখালী):
বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে ধুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. অলিউল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. নুর ইসলাম, মো. নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তারেক নাইম, শিক্ষক (অব:) নাসির উদ্দিন সিকদার, ধুলিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. জাহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. হাসান প্রমূখ।
প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, গত ৫ আগষ্টের পর থেকে চেয়ারম্যান হুমায়ুন কবির আত্মগোপন রয়েছেন। এতে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে আছেন। পরিষদের কার্যক্রম সচল করতে সকল ইউপি সদস্যদের সম্মতিক্রমে তিন সদস্যের প্যালেন গঠন করা হয়। ওই প্যানেল থেকে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো। জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া হবে। সেবা নিতে এসে কেউ হয়ারানি শিকার হবে না। পরিষদের কোনো ঘুষ লেনদেন চলবে না। দুর্নীতি মুক্ত থাকবে পরিষদ।

Sharing is caring!