এনবি ডেস্ক: ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট–‘তারা’ ডিজিটাল ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগতারা’ শিরোনামে একটি ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মোট ৭০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এর ফলে নারী উদ্যোক্তারা ই-কমার্স ও এফ-কমার্সে ব্যবসা পরিচালনায় আরও পারদর্শী হবেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনায় নারী উদ্যোক্তাদের পরামর্শ দেন চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঞ্জন কুন্ডু এবং জিরোসিয়ামের সিনিয়র ম্যানেজার মাহফুজ আহমেদ।
সফল উদ্যোক্তা হিসেবে নারীদের প্রতিষ্ঠিত করতে সবসময় পাশে আছে ব্র্যাক ব্যাংক।
Sharing is caring!