৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক  এর মধ্যে রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ণ
প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক  এর মধ্যে রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত 
এনবি ডেস্কঃ সম্প্রতি প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসি এর মধ্যে রেমিট্যান্স বিতরণ সংক্রান্ত একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড.  আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মো. রুহুল আমিন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ব্যাংক,  মো. মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং মাশরুর আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সিটি ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চুক্তি স্বাক্ষরের ফলে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকেরা সিটি ব্যাংক পিএলসি- এর এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্স ঋণের কিস্তি পরিশোধের পর উদ্বৃত্ত অংশ প্রবাসী কল্যাণ ব্যাংকের দেশব্যাপী ১২২ টি শাখা থেকে উত্তোলন করতে পারবে।

Sharing is caring!