৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সরাইলের দুবাজাইলে প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ণ
সরাইলের দুবাজাইলে প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক: সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির দ্বায়ে ৮ মাস যাবত বেতন ভাতা বন্ধ প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছেন দুবাজাইল গ্রামবাসী।

সমাবেশে বক্তারা গত ১ সেপ্টেম্বর অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর ফেইসবুক আহবানের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশের নামে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে আপত্তিকর শ্লোগান ও ষড়যন্ত্রমূলক মিছিল এবং মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দুবাজাইল গ্রামবাসী।

১৩ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল সমবায় বাজার দুবাজাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মো: সাদেকুর রহমান মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ, ব্যাবসায়ী হাবিবুর রহমান ,বিশিষ্ট সরদার মো.ফরিদ মিয়া ,আঃ আহাদ, মো. লিয়াকত আলী,মোঃ রহমত আলী,আঃ মান্নান প্রমূখ। উল্লেখ্য দূর্ণীতি ও অনিয়মের দ্বায়ে প্রধান শিক্ষক শেখ সাদীর বেতন ভাতা মাউশি কর্তৃক ৮ মাস যাবত বন্ধ রয়েছে। ছাত্রাবাস বিহীন ছাত্রাবাস মার্কেটের ব্যাবসায়ীদের দায়ের করা অপর এক মামলায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেচ্ছাচারিতা ও অনিয়মের জন্য পূর্বের কমিটিও ভেঙ্গে দেন কুমিল্লা শিক্ষা বোর্ড।

Sharing is caring!