৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাউফলে মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
বাউফলে মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

বাউফল প্রতিনিধি: 
পটুয়াখালীর বাউফলে সরকারি কবরস্থানের জমি দখল করে গড়ে তোলা মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের সরকারি কবরস্থান এলাকায় মাদকের আখড়া হিসেবে পরিচিত ওই ঘর ভেঙে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ১০ বছর আগে সরকারি কবরস্থানের জমি দখলে করে টিনশেড দোতলা ঘর তুলেন কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা। ওই আখড়ায় মাদক কেনা-বেচা, সেবন ও জুয়ার আসর চলছিল। ঘরটি যুবলীগ নেতা মিজান মোল্লার মাদকের আখড়া হিসেইে পরিচিত। মিজান মোল্লা তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করতে সাহস পায়নি। মিজান মোল্লার প্রধান সহযোগী রেজাউল সরকার ওরফে রেজু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হলেও রেজাউলকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার দিন দুপুরে বন্দরের বড় পুকুর পাড় এলাকা থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন শতাধিক স্থানীয় ছাত্র- জনতা ও এলাকাবাসী। মিছিল থেকে ওই মাদকের আখড়া ভেঙে ফেলেন বিক্ষুব্দরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন, টেলিকম ব্যবসায়ী মাইনুল ইসলাম ও সাবেক ছাত্র নেতা মো. রাজন মনসুর বলেন,‘ যুবলীগ নেতা মিজান মোল্লা কবরস্থানের মধ্যে অবৈধভাবে ঘর তুলে মাদক ব্যবসা, সেবন ও জুয়ার আসর বসাতেন। এনিয়ে স্থানীয় সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও প্রতিবাদ করার পরিবেশ ছিল না। প্রতিবাদ করে অনেকে লাঞ্ছনার শিকারও হয়েছেন। মুসলমানের ধর্মীয় পবিত্র স্থানে এমন মাদকের আখড়া কোনো ভাবেই মেনে নেওয়া হয় না। তাই এলাকার সচেতন ছাত্র- জনতা মাদকের আখড়াটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন।
বিষয়টি বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,‘ এমন কোনো বিষয় জানা নেই। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। অভিযান আরও জোরদার করা হবে।’

Sharing is caring!