৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ০৫:২৪ অপরাহ্ণ

রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: 

খাগড়াছড়ি জেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ এনে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে খাগড়াছড়ি শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে । শিক্ষক পিটিয়ে হত্যার ঘটনা জানাজানি হলে বিভিন্ন দিক থেকে বাঙালি শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দিকে আসা শুরু করলে ওখানে আগে থেকে অবস্থান নেওয়া উপজাতি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

জানমাল ও জনন নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন পরিবেশ নিয়ন্ত্রণ আপনার চেষ্টা করে যাচ্ছে।

Sharing is caring!