রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে ছাত্রির উপর নির্যাতনের অভিযোগ এনে উপজাতি শিক্ষার্থী ও বহিরাগতরা পিটিয়ে হত্যা করে।

এ খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ি বাঙালিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পাহাড়ি বাঙালি ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় অর্ধশ শতাধিক লোক আহত হয়েছে বলে জানা যায়।
এবং ধর্ষণ এর অভিযোগের ভিকটিম দীপিকা ত্রিপুরাকে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় তলায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গা বাজারে সন্ধ্যা সাতটার দিকে সাধারণ বাঙ্গালীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। খাগড়াছড়ি পরিবেশ বর্তমানে থমথমে।
Sharing is caring!