৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে-তারিক আফজাল

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ০৮:০৩ অপরাহ্ণ
কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে-তারিক আফজাল
এনবি ডেস্কঃ বি ব্যাংক পিএলসি. নতুন দিন গড়ার প্রত্যয়ে এবং  নবজাগরণের স্মরণে ও শ্রদ্ধায় অব্যাহত আমাদের এই পথচলা শ্লোগানে চট্টগ্রাম জেলার হাটহাজারীতে ২০০ এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।
চট্টগ্রামে এবি ব্যাংকের হাটহাজারী শাখায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন- নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা যে আত্মাহুতি দিয়েছেন তা আমাদের কাছে আমৃত্যু স্বরণীয় হয়ে থাকবে। কৃষক আর কৃষিকে আধুনিক, যান্ত্রিকিকরণ ও বৈজ্ঞানিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- এবি ব্যাংক কৃষির উন্নয়নে যেভাবে কৃষকের দোরগোড়ায় এসে ব্যাংকিং সেবা প্রদান করছে তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি খাতের দিকে আমাদের সবাইকে বিশেষ নজর দিতে হবে।
তিনি এবি ব্যাংকের মত দেশের কৃষি ও কৃষকের সহায়তায় অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে এবি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!